সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনা অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার 

পাবনা প্রতিনিধি

পাবনা অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার 

পাবনা র্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল জানতে পারে যে, পাবনার ফরিদপুর থানাধীন ধানুয়াঘাটা গ্রামস্থ ০৪নং হাদল ইউনিয়ন পরিষদের সামনে কয়েকজন অসৎ উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। 

সেই মোতাবেক গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোস্তাকিম জোয়ার্দার, পিতা-মৃত হাছেন জোয়ার্দারকে গ্রেপ্তার করে এবং তার নিকট থেকে পিস্তল, ম্যাগাজিন, গুলি, মাবাইল, ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

মেজর মো. এহতেশামুল হক খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান গ্রেপ্তার আসামি মো. মোস্তাকিম জোয়ার্দারের বিরুদ্ধে ফরিদপুর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়।

টিএইচ